বাজারে সরবরাহ কম থাকায় বেড়েছে পেঁয়াজের দাম
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০১:৫১:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১
- / ১৬৫৭ বার পড়া হয়েছে
বাজারে সরবরাহ কম থাকায় বেড়েছে পেঁয়াজের দাম। এমনটাই দাবি পাইকারি ও খুচরা বিক্রেতাদের। ফলে দিনাজপুরে এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা।
গেল সপ্তাহে দেশি জাতের পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হয়েছিল ৪৫ টাকায় বর্তমানে তা বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে ৬০ টাকা পর্যন্ত। ভারতীয় পেঁয়াজ প্রতি কেজিতে ১০ টাকা বৃদ্ধি পেয়ে বর্তমানে বিক্রি হচ্ছে ৫৫ টাকার। এই বন্দর দিয়ে আগের তুলনায় পেঁয়াজের আমদানি অনেকটা কমেছে। আগে প্রতিদিন যেখানে ২৫ থেকে ৩০ ট্রাকে টাকা পেঁয়াজ আমদানি হতো বর্তমানে সেখানে গেল ২৫ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পেঁয়াজ আমদানি হয়েছে ৭১টি ট্রাকে ২ হাজার মেট্রিক টন।

 
																			 
																		
















