বাজারে এলো-‘আকিজ পোরসেলিন টেবিলওয়্যার’

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৭:২৬ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২
- / ১৫৭০ বার পড়া হয়েছে
বাজারে এলো-‘আকিজ পোরসেলিন টেবিলওয়্যার’। গুণগতমানকে প্রাধান্য দিয়ে শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান আকিজ গ্রুপের নতুন এ্ই সংযোজন।
২৭ ডিসেম্বর দুপুরে রাজধানী ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে নতুন এই পণ্যের লোগো উম্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন। বলেন, গুনগত মানের দিক দিয়ে আকিজ টেবিলওয়্যার শতভাগ আন্তর্জাতিক মান বজায় রাখবে। অনুষ্ঠানে আকিজ গ্রুপের উধ্বর্তন কর্মকর্তা, ডিলার, কর্পোরেট গ্রাহকসহ বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত অতিথিরা অংশ নেয়।