বাঙ্গি চাষ করে বিপাকে নরসিংদীর চাষীরা
- আপডেট সময় : ০১:২৮:০২ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩
- / ১৬৫১ বার পড়া হয়েছে
চাহিদা কম থাকায় বাঙ্গি চাষ করে এ বছর বিপাকে পড়েছেন নরসিংদীর চাষীরা। মৌসুমের শুরুর দিকে ভালো ফলন থাকলেও মাঝামাঝি সময়ের ভারীবৃষ্টি ও জলাবদ্ধতায় চাষীদের মাথায় হাত। কৃষি বিভাগ বলছে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে তাদের সহযোগিতা করা হবে।
নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চল বাঁশগাড়ি। যেই জমিতে গতবছরও ফলন হয়েছে লাখ টাকার বাঙ্গি, সেই জমির বাঙ্গি এবার বিক্রি করা যাচ্ছে না ৫০ হাজারেও। হেক্টরের পর হেক্টর জমির বাঙ্গি নষ্ট হচ্ছে জমিতেই। পাইকার না আসায় বাঙ্গির ন্যায্য মূল্য না পাওয়ার লোকসানে পড়েছে এখানকার চাষীরা।
এই অঞ্চলের বাঙ্গি আকারে বড় ও খেতে সুস্বাদু হওয়ায় চাহিদা বেশী। রপ্তানীও করা হয় দেশের বিভিন্ন জেলায়। তবে এবারের চিত্র ভিন্ন।
কৃষি বিভাগ বলছে, চাষীদের ক্ষতি পুষিয়ে নিতে বিভিন্ন পরামর্শের পাশাপাশি তালিকা তৈরী করে সহযোগিতার প্রক্রিয়া চলছে।
কৃষি বিভাগ বলছে, চাষীদের ক্ষতি পুষিয়ে নিতে বিভিন্ন পরামর্শের পাশাপাশি তালিকা তৈরী করে সহযোগিতার প্রক্রিয়া চলছে।





















