বাঘাবাড়িতে কর্মবিরতিতে গেছে উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা
- আপডেট সময় : ০৭:২০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের বাঘাবাড়িতে কর্মবিরতিতে গেছে উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা। সকাল ৮টায় শুরু হওয়া এ কর্মবিরতির ফলে বাঘাবাড়ী থেকে উত্তরাঞ্চলের ১৬ জেলায় তেল সরবরাহ বন্ধ হয়ে যায়।
পরে স্থানীয় প্রশাসনের আশ্বাসে দুপুর সাড়ে ১২টায় কর্মবিরতি প্রত্যাহার করে নিলে সবকিছু স্বাভাবিক হয়। উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মনির সরকার জানান, গত ২৫ ফেব্রুয়ারী সন্ধ্যায় বগুড়ার শেরপুরে ট্যাংকলরি থেকে সাড়ে ৪ হাজার লিটার পেট্রোল ও সাড়ে ৪ হাজার লিটার ডিজেল চুরির অভিযোগ পাওয়া যায়। খবর পেয়ে শ্রমিক ইউনিয়নের নেতারা শেরপুর থেকে ডিজেলসহ পরিত্যক্ত ট্যাংক-লরিটি উদ্ধার করে। আটক হন ট্যাংকলরির চালক ও হেলপার। ২৭ ফেব্রুয়ারি শেরপুর থানায় তেল ও লরির মালিক মুন্না ফকির বাদী হয়ে চালক ও হেলপারের বিরুদ্ধে ছিনতাই মামলা করেন। চুরি হওয়া পেট্রোল উদ্ধার করতে না পারায় কর্মবিরতির কর্মসূচি দেয় শ্রমিকরা।























