বাঘাইছড়িতে জেএসএস নেতাকে বাড়িতে ঢুকে গুলি করে হত্যা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
রাঙামাটির বাঘাইছড়িতে জেএসএস নেতাকে বাড়িতে ঢুকে গুলি করে হত্যা করা হয়েছে।
শুক্রবার ভোরে বাঘাইছড়ি উপজেলার ৩৫ নম্বর বঙ্গলতলী ইউনিয়নে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ঘুমের মধ্যে সুরেশ কান্তির ঘরে ঢুকে তাকে গুলি করে পালিয়ে যায় দৃর্বৃত্তরা। ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন জানিয়েছেন, ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। নিহত সুরেশ কান্তি চাকমা সন্তু লারমা নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস’র নেতা ছিলেন।