বাগেরহাট-৪ আসনের উপ-নির্বাচনে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের ভয়ভীতির উর্ধে থেকে দায়িত্ব পালনের আহবান

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২০
- / ১৫৫০ বার পড়া হয়েছে
বাগেরহাট-৪ আসনের উপ-নির্বাচনে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের ভয়ভীতির উর্ধে থেকে দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম।
দুপুরে মোড়েলগঞ্জ উপজেলার এসিলাহা মাধ্যমিক বিদ্যালয়ে উপ-নির্বাচনে ভোট গ্রহনকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এ আহবান জানান। প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, মূলত নির্বাচনের পরিবেশ সৃষ্টি করেন আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটরা। কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা অতি উৎসাহী হয়ে হয়ে কোনো বিতর্কিত কাজ করবেন না। পুলিশ বা প্রশাসনের লোকজন বাড়াবাড়ি করলে ব্যবস্থা নেয়া হবে। বিধি লঙ্ঘনের দায়িত্ব নির্বাচন কমিশন নেবেনা।