বাগেরহাটে সিডর ও আইলা বিধ্বস্ত উপকূলীয় এলাকায় আশ্রয়কেন্দ্রগুলোতে রয়েছে পানি সংকট

- আপডেট সময় : ১০:৫০:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২০
- / ১৫৬২ বার পড়া হয়েছে
বাগেরহাটে সিডর ও আইলা বিধ্বস্ত উপকূলীয় এলাকায় আশ্রয়কেন্দ্রগুলোতে রয়েছে পানি সংকট। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়লেও পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র নির্মাণের দাবি উপকূলীয় জনপ্রতিনিধি ও বেসরকারী উন্নয়ন সংস্থার। এদিকে, প্রশাসন বলছে, বিদ্যমান অবকাঠামোর পাশপাশি সক্ষমতা বাড়াতে অবকাঠামো নির্মাণ অব্যাহত রয়েছে।
২০০৭ সালের ১৫ নভেম্বর সিডরের পর দূর্যোগ মোকাবিলায় সরকারি-বেসরকারি নানা উদ্যোগে বাগেরহাটের উপকূলীয় এলাকায় নির্মিত হয় ঘূর্নিঝড় আশ্রয়কেন্দ্র। নেয়া হয় নানা সচেতনতামূলক কার্যক্রম। অথচ এসব বিদ্যালয় কাম আশ্রয়কেন্দ্রগুলোতে নেই প্রয়োজনীয় সুবিধা। আশ্রয়কেন্দ্রের পানির ট্যাংক, মটর, বেসিনসহ পয়নিস্কাশনের সরঞ্জামাদি নষ্ট। অনেক কেন্দ্রে বিদ্যুৎও নেই। এতে ভোগান্তিতে পড়ছে শিক্ষক-শিক্ষার্থীরা।
এদিকে, আশ্রয়কেন্দ্রে নারী-পুরুষের জন্য আলাদা ইউনিট করার দাবি জানান এ চেয়ারম্যান। আরও আশ্রয়কেন্দ্র নির্মাণের প্রয়োজন রয়েছে জানান জেলা প্রশাসক। বাগেরহাটের ৯টি উপজেলায় ৩৪৫ টি বিদ্যালয় কাম আশ্রয়কেন্দ্র রয়েছে।