বাগেরহাটে যাত্রা শুরু করলো অক্সিজেন ব্যাংক

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
হটলাইনে ফোন করি অক্সিজেন পৌঁছে যাবে বাড়ি’- এ শ্লোগান নিয়ে যাত্রা শুরু করেছে বাগেরহাট অক্সিজেন ব্যাংক।
দুপুরে বাগেরহাট-২ আসনের এমপি শেখ তন্ময়ের উদ্যোগে এই জরুরী সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মাদ আজিজুর রহমান। বাগেরহাট পুরাতন কোর্ট মসজিদ চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক, সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এমপি শেখ তন্ময়ের অর্থায়নে ৫০টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে এই সেবা কার্যক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করবে ছাত্রলীগের কর্মীরা। পর্যায়ক্রমে প্রয়োজনের তাগিদে এই কাযর্ক্রমে আরও ৫০টি অক্সিজেন সিলিন্ডার যুক্ত হবে বলে জানিয়েছেন, বাগেরহাট সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসিরউদ্দিন।