বাগেরহাট গুচ্ছগ্রামের দরিদ্রদের ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে পুলিশ
- আপডেট সময় : ১২:৫০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২০
- / ১৬৯৫ বার পড়া হয়েছে
বাগেরহাটে গুচ্ছগ্রামের দরিদ্রদের ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে পুলিশ।
বাগেরহাট সদর উপজেলার সায়ড়া লক্ষিখালী গুচ্ছ গ্রামের ভূমিহীন হতদরিদ্র পরিবার এবং ছিন্নমূল মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গেল রাতে জেলা পুলিশের পক্ষ থেকে এই খাবার বিতরণ করা হয়। গুচ্ছগ্রামের সামনে ফাঁকা জায়গায় নির্দিষ্ট দূরত্বে খাবারের প্যাকেটগুলো রাখা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে নির্দিষ্ট নিয়ম মেনে দরিদ্র মানুষগুলো একেকজন করে খাবার নিয়ে, যে যার বাড়িতে চলে যায়। এ সময় পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান, মোহাম্মদ মিজানুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসিরউদ্দিন, ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চু, সদর থানার ওসি মোহাম্মদ মাহতাব উদ্দিনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।




















