বাগদাদের উত্তরে তাজি মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট হামলায় তিনজন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৩৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে তাজি মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে তিনজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন মার্কিন ও একজন যুক্তরাজ্যের সেনা সদস্য। আর একজন মার্কিন ঠিকাদার। ইরাকের মার্কিন সেনা মুখপাত্র কর্নেল মাইলস ক্যাজিনস এক টুইট বার্তায় জানান, অন্তত ১৫টি ছোট রকেট ওই ঘাঁটিতে আঘাত হানে। পরিস্থিতি তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তবে তিনি বিস্তারিত কিছু জানাননি। ইরাকের একজন সামরিক কমান্ডার জানান, গেলো বছরের অক্টোবর পর এটি নিয়ে ২২ বার যুক্তরাষ্ট্রের সেনাদের ওপর হামলার ঘটনা ঘটলো। তবে এসব হামলার দায় কেউই স্বীকার করেনি। এসব হামলার জন্য ইরানপন্থী গোষ্ঠীগুলোকে দায়ী করে আসছে ওয়াশিংটন।