বাখরাবাদ গ্যাস লাইনে লিকেজ হওয়ায় ফেনীতে গ্যাস সরবরাহ বন্ধ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৬:০৮ অপরাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
ফেনীতে বাখরাবাদ গ্যাস লাইনে লিকেজ হওয়ায় পুরো জেলায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাজারী রোডে এ সমস্যা দেখা দেয়।
সকালে ড্রেনের মধ্যে গ্যাস সংযোগে আগুন জ্বলতে দেখে পথচারীরা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে তারা। পরে, বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ সরবরাহ বন্ধ করে দেয়। তবে, আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। চলছে লিকেজ মেরামতের কাজ। সারাদিন গ্যাস না থাকায় দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। সিএনজি স্টেশনেও দেখা গেছে যানবাহনের লম্বা লাইন।