বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি ২০২১-র শুভ উদ্বোধন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১
- / ১৫৫২ বার পড়া হয়েছে
দেশের বনজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীকে বিশেষ অর্থবহ করে রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি ২০২১-র শুভ উদ্বোধন করেছেন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসসহ দেশের দেশের সকল সেনানিবাস, ডিওএইচএস ও জলসিঁড়ি প্রকল্পে ভিডি কনফারেন্সের মাধ্যমে একযোগে এ কর্মসূচির উদ্বোধন করেন সেনাপ্রধান। এলাকাগুলোতে আগামী ১৫ আগস্ট পর্যন্ত এ বৃক্ষরোপণ অভিযান চলমান থাকবে। এই বৃক্ষরোপণ অভিযানে প্রায় দুই লক্ষ বৃক্ষরোপন করা হবে বলে জানান সেনাপ্রধান।