বাংলাদেশ সরকার চাইলে ৫ থেকে ৬ লাখের মতো ভ্যাকসিন উপহার হিসেবে বাংলাদেশকে দেবে বেইজিং
- আপডেট সময় : ০১:৪৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১
- / ১৫৮০ বার পড়া হয়েছে
বাংলাদেশ সরকার চাইলে ৫ থেকে ৬ লাখের মতো ভ্যাকসিন উপহার হিসেবে বাংলাদেশকে দেবে বেইজিং। এই টিকা গ্রহণ করবে বাংলাদেশ, তবে প্রয়োগের সিদ্ধান্ত নেবে জাতীয় কমিটি, জানিয়েছেন ডিজি হেলথ। এদিকে, মঙ্গলবার একদিনের সফরে ঢাকায় আসছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়েই ফেঙ্গহি।
মহামারি করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যে চীনের প্রতিরক্ষামন্ত্রীর ঢাকা সফরকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছেন কূটনৈতিক বিশ্লেষকরা। ভারত থেকে টিকা পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়ায় চীনের সঙ্গে যোগাযোগ করছে বাংলাদেশ। চীনও প্রস্তুত টিকা দিতে। ঢাকায় প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন পরে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গেও বৈঠক করবেন বলে জানা গেছে। পরিবর্তনশীল ভূরাজনীতি, প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করা এবং টিকা কূটনীতির এ পর্বে জেনারেল ওয়েই ফেঙ্গহির বাংলাদেশ সফর তাৎপর্যপূর্ণ।





















