বাংলাদেশ যুব ক্রিকেট দলের বিজয়ে এখন আনন্দের বন্যা বয়ে যাচ্ছে দিনাজপুরে

- আপডেট সময় : ০২:৫৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
অনুর্ধ-১৯ বিশ্বকাপ বিজয়ী বাংলাদেশ যুব ক্রিকেট দলের বিজয়ে এখন আনন্দের বন্যা বয়ে যাচ্ছে দিনাজপুরে। কারণ অধিনায়কসহ ৮ জন খেলোয়াড়ই দিনাজপুর বিকেএসপি’র শিক্ষার্থী।
বিশ্বকে তাক লাগিয়ে দেয়া ক্রিকেটারদের জীবনের প্রথমার্ধে প্রশিক্ষণ দিতে পারায় এখানকার ক্রিকেট কোচরাও গর্বিত। অধিনায়ক আকবর আলীসহ অনুর্ধ-১৯ বিশ্বকাপে অংশগ্রহণ করা খেলোয়াড়দের মধ্যে ৮ জনই জীবনের প্রথম হাতে-কলমে প্রশিক্ষণ নিয়েছেন বিকেএসপি’র দিনাজপুর আঞ্চলিক কেন্দ্রে। আকবর আলী ছাড়াও পারভেজ হোসাইন ইমন, প্রান্তিক নওরোজ নাবিল, শাহীন আলম, হাসান মুরাদ, আশরাফুল ইসলাম সিয়াম, শামীম পাটোয়ারী ও তানজিম হাসান সাকিব ২০১২ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত বিকেএসপি’র দিনাজপুর আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে অধ্যয়ন করেছেন। বিকেএসপি’র আঞ্চলিক কেন্দ্রের শিক্ষক ও উপ-পরিচালক তাদের শিক্ষার্থীদের এমন সাফল্যে খুশির অনুভূতি প্রকাশ করেন।