বাংলাদেশ বিমান বাহিনীর ৪৩তম বার্ষিক কমান্ড সেফটি সেমিনার অনুষ্ঠিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
বাংলাদেশ বিমান বাহিনীর ৪৩তম বার্ষিক কমান্ড সেফটি সেমিনার অনুষ্ঠিত হলো আজ।
দুপুরে ঢাকা সেনানিবাসের ফ্যালকন হল মিলনায়তনে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। এছাড়া বিমান সদর ও বিমান বাহিনীর ঘাঁটি সমূহের উর্ধ্বতন কর্মকর্তা ও বিমানসেনা সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় উড্ডয়ন ঘন্টা অর্জন করায় বিমান বাহিনী সদস্যদের কর্মদক্ষতার ভূয়সী প্রশংসার প্রধান অতিথি। পাশাপাশি উড্ডয়ন নিরাপত্তার গুরুত্ব তুলে ধরে বিমান সমূহের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতকরনে বিভিন্ন যন্ত্রপাতি ও এর ব্যবহারের উপর পর্যাপ্ত পেশাগত জ্ঞান অর্জন করতে সকলের প্রতি আহবান জানান বিমান বাহিনী প্রধান।

















