বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে বড় জয় পেয়েছে মোহামেডান

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৩:১৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে বড় জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। উত্তর বারিধারাকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে সাদা-কালোরা।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক মোহামেডান। গোলের জন্য অপেক্ষা মাত্র ১৯ মিনিটের। আমির হাকিমির গোলে লিড নেয় মোহামেডান। তবে, পাঁচ মিনিটের ব্যবধানে সমতায় ফিরে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় বারিধারা। যদিও পরের সময়টায় মোহামেডানের সাথে আর পেরে ওঠেনি। ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন সোলেমান দিয়াবাতে। আর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ব্যবধান ৩-০ করেন অনিক হোসেন। বিরতির পরও চলে সাদা-কালোদের গোল উৎসব। ৮১ মিনিটে দলের বড় জয় নিশ্চিত করেন জুসান ইয়াচিং। ১৮ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে মোহামেডান। এক ম্যাচ কম খেলা বারিধারা আছে তালিকার দশে, ১৫ পয়েন্ট নিয়ে।