বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট মিশন শুরু হচ্ছে শনিবার

- আপডেট সময় : ০৮:৫৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট মিশন শুরু হচ্ছে শনিবার। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে দু’দল। মাউন্ট মঙ্গানুইয়েতে বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে ম্যাচ।
কিউই কন্ডিশনে ভালো করার জন্য দলগত পারফর্মেন্সের উপর জোর দিচ্ছেন অধিনায়ক মমিনুল হক। উইকেট বিবেচনায় তিন পেসার নিয়ে দল সাজানোর ইঙ্গিত দিয়েছেন হেড কোচ রাসেল ডমিঙ্গো। টেস্ট সিরিজকে সামনে রেখে গেলো কয়েক দিন ধরে ক্রাইষ্টচার্চ ও মাউন্ট মঙ্গানুইয়েতে অনুশীলন করেছে বাংলাদেশ। সূচীতে দুই প্রস্তুতি ম্যাচ থাকলেও খেলেছে একটি। সেখানে ব্যাটে-বলে নিজেদের ভালোভাবেই ঝালিয়ে নিয়েছেন জয়, মুশফিক, তাসকিনরা। নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা পোষাকে কখনই জেতেনি বাংলাদেশ। আগের ১৫ বারের দেখায় ১২ হারের বিপরীতে ৩ ম্যাচ হয়েছে ড্র। দলের অভিজ্ঞ দুই ক্রিকেটার- সাকিব ও তামিম না থাকায় যেমন চিন্তিত মমিনুল, তেমনি আশাবাদী নতুন বছরকে জয় দিয়ে শুরু করতে।