বাংলাদেশ দলের বিশ্বকাপ জার্সি মন জয় করেছে কোটি ক্রিকেট ভক্তের

- আপডেট সময় : ০১:৫৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২
- / ১৮৭৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ দলের বিশ্বকাপ জার্সি মন জয় করেছে কোটি ক্রিকেট ভক্তের। সাকিবদের এবারের বিশ্বকাপ জার্সিতে বাঘের প্রতিচ্ছবির সঙ্গে দেশের ইতিহাস আর ঐতিহ্য হিসেবে তুলে ধরা হয়েছে সুন্দরবনকে। অস্ট্রেলিয়ার কন্ডিশন বিবেচনাতেও বাড়তি সতর্ক ছিলো জার্সি প্রস্তুতকারী প্রতিষ্ঠান। এদিকে, দেরিতে হলেও ভক্তদের জন্য সুখবর দিল বিসিবি। অনলাইনে বিক্রি জার্সি বিক্রির চেষ্টা চলছে ।
টি-টুয়েন্টি বিশ্বকাপের উন্মাদনা শুরু হয়ে গেছে আগেই। দল ঘোষণা, জার্সি উন্মোচন সবই উত্তেজনার অংশ। যে রেসে পিছিয়ে নেই বাংলাদেশও।
গেলো শুক্রবার বিসিবি তাদের ডিজিটাল প্ল্যাটফর্মে উন্মোচন করে বাংলাদেশ দলের বিশ্বকাপ জার্সি। জার্সিতে প্রাধান্য পেয়েছে সবুজ রঙ আর সবুজের সঙ্গে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনকে।
২০১৯ বিশ্বকাপের জার্সি নিয়ে সমালোচনা থাকলেও এবার প্রসংশা পাচ্ছে টি-টুয়েন্টি বিশ্বকাপের জার্সি। অস্ট্রেলিয়ার কন্ডিশন বিবেচনাতে বাড়তি সতর্ক ছিলো জার্সি প্রস্তুতিকারী প্রতিষ্ঠানটি।
আগ্রহের কমতি না থাকলেও কোন আউটলেটে কিনতে পাওয়া যাবে না টাইগারদের বিশ্বকাপের জার্সি, এখন খবরে হতাশ ক্রিকেট ভক্তরা। তবে, দেরিতে হলেও স্বস্তির খবর, বিসিবি জানিয়েছে, অনলাইনে বিক্রির চেষ্টা চলছে সাকিব-সোহানদের বিশ্বকাপ জার্সি।