বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে’র সঙ্গে চুক্তি নবায়ন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০
- / ১৫৯২ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে’র সঙ্গে চুক্তি নবায়ন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন । আরও দুই বছর লাল-সবুজর খেলবে এই ইংলিশ কোচের অধীনে।
মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে ফেডারেশনে পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী আগষ্ট থেকে এই চুক্তির মেয়াদ শুরু হবে এবং শেষ হবে ২০২২ সালে। প্রথম মেয়াদে বাংলাদেশ বেশ সাফল্য পেয়েছে জেমি ডে’র অধীনে। গণমাধ্যমকে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানান ‘নিশ্চিত করতে চাই যে, বাংলাদেশ ফুটবল দলের প্রধান প্রশিক্ষক জেমি ডে’র সঙ্গে আমাদের দুই বছরের চুক্তির বাড়ানোর বিষয়টা আমরা চূড়ান্ত করেছি। ভার্চুয়ালি আমরা আজকে চুক্তি সাক্ষর করে ফেলেছি। জেমি ডে’ও তা নিশ্চিত করেছে। ২০২০ সালের আগস্টের মাঝামাঝি সময় থেকে ২০২২ সালের আগস্টের মাঝামাঝি পর্যন্ত চুক্তির বিষয়টি সম্পন্ন করেছি।