বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ১২:০৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১
 - / ১৫৫৩ বার পড়া হয়েছে
 
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
নিউইয়র্কে সোমবার এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ নির্বাচিত হয়। বাংলাদেশ ছাড়াও কুয়েত, লাউস ও ফিলিপিন্স ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহীদ ৭৬তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশন গুরুত্বপূর্ণ বিষয় ছিলো বিশ্বে করোনা ভাইরাসের বহুমাত্রিক প্রভাব এবং এ থেকে পুনরুদ্ধারের চ্যালেঞ্জ মোকাবিলা। ২০১৬-১৭ মেয়াদে ৭১তম সাধারণ পরিষদ অধিবেশনে বাংলাদেশ সহ-সভাপতির দায়িত্ব পালন করে। জাতিসংঘ সাধারণ পরিষদ ১৯৩টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত। আন্তর্জাতিক বিষয়ে বহুপাক্ষিক আলোচনার মাধ্যমে নীতি নির্ধারণে জাতিসংঘের প্রতিনিধিত্বশীল অঙ্গ হিসেবে সাধারণ পরিষদ কাজ করে।
																			
																		














