বাংলাদেশ ছাত্রলীগের আজ ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী

- আপডেট সময় : ০১:৪৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২
- / ১৬১২ বার পড়া হয়েছে
বাংলাদেশ ছাত্রলীগের আজ ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। দেশভাগের পর ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে সংগঠনটির পথচলা শুরু হয়। সেই থেকে বাংলাদেশের জনগণের অধিকার আদায়ে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্ব প্রদানসহ দিকনির্দেশনা দিয়ে আসছে ঐতিহ্যবাহী এই ছাত্রসংগঠনটি। তরুণ সমাজকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর আর্দশ বাস্তবায়নে এগিয়ে যাবে ছাত্রলীগ, এমনটাই মন্তব্য করেছেন ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়। প্রতিষ্ঠাবার্ষীকি উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।
বাংলাদেশ ছাত্রলীগ। বাংলা ও বাঙালির অধিকার আদায়ের এক আপসহীন নাম। ১৯৪৮’র এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া এই সংগঠনটি আজ ৭৪ এ পা দিয়েছে।
এ উপলক্ষ্যে ধানমন্ডীর ৩২ এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রলীগের নেতা-কর্মিরা। এসময়, ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সংগঠনটির নেতা কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে কেক কাটার মধ্যে দিয়ে জন্মদিন অনুষ্ঠানের সূচনা করেন। এসময় নেতা কর্মিদের স্লোগানে মুখরিত হয়ে গোটা ক্যাম্পাস প্রাঙ্গণ। তবে, সংগঠনটির এতদিনের পথ চলায় কিছুটা গতি হারিয়েছে বলে মনে করছেন সাধারণ সম্পাদক লেখক ভট্টচার্য্য।
এদিকে, অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে তরুণ প্রজন্মকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে কাজ করে যাবে বলে জানান ছাত্রলীগের সভাপতি।
সারাদেশের মেয়াদ উর্ত্তীর্ণ ও বিতর্কিত সকল ছাত্রলীগ ইউনিটের কমিটি ভেঙ্গে দিয়ে ছাত্র বান্ধব সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা কর্মিরা অগ্রণী ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা তৃণমূল নেতা কর্মিদের।