বাংলাদেশ ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে সমান তালে লড়ছে চার দল

- আপডেট সময় : ০৯:০৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
বাংলাদেশ ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে সমান তালে লড়ছে চার দল। দ্বিতীয় দিন শেষে নর্থ জোনের চেয়ে ২৭৩ রানে পিছিয়ে সাউথ জোন। আর সেন্ট্রালের বিপক্ষে ২২ রানে এগিয়ে ইষ্ট জোন।
চট্টগ্রামে প্রথম ইনিংসে নর্থের করা ৩৮৫ রানের জবাবে ২ উইকেটে ১১২ রান করেছে সাউথ। যদিও শুরুটা ভালো হয়নি তাদের। ব্যক্তিগত ৫ রানে ফিরেছেন মায়শুকুর রহমান। প্রতিরোধ গড়েন এনামুল হক ও অমিত হাসান। ৩৫ করে এনামুল ফিরলে ভাঙ্গে এই জুটি। এরপর সাউথ জোনের আর কোন বিপদ হতে দেননি অমিত ও তৌহিদ হৃদয়। ৩৯ রান অপরাজিত আছেন তৌহিদ ও ৩১ রানে সঙ্গী অমিত হাসান। এর আগে ৪ উইকেটে ২৪৬ রানে দিনের খেলা শুরু করে নর্থ জোন। ৩৮৫ রানে থামে তাদের ইনিংস। সেঞ্চুরিয়ান নাঈম ইসলাম থেমেছেন ১৩৭ রানে। ৬ উইকেট নেন নাসুম আহমেদ।
এদিকে, মিরপুরে শুরুর বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেস্টায় সেন্ট্রাল জোন। প্রথম ইনিংসে ইষ্ট জোনের করা ২৪৫ রানের জবাবে ৯ উইকেটে ২২৩ রানে দ্বিতীয় দিন শেষ করেছে সেন্ট্রাল জোন। দলকে ভাল শুরু এনে দিতে পারেননি মিজানুর রহমান ও মিথুন। সৌম্য সরকার ও সালমান হোসেনরা ব্যর্থ এদিন। তবে, বিপর্যয় কাটান তৌইবুর পারভেজ ও জাকের আলী। এই দুইয়ের অর্ধশতকে ঘুরে দাঁড়ায় সেন্ট্রাল জোন। ৯২ রান করেন জাকের আর পারভেজের উইলো থেকে আসে ৭৬ রান। রাকিবুল ও হাসান মুরাদ সেন্ট্রালের হয়ে তৃতীয় দিন শুরু করবেন।