বাংলাদেশ কখনো শ্রীলংকা হবে না এবং কেউ না খেয়ে মারাও যাবে না : এম. এ. মান্নান

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৬:১৫ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
জিনিসপত্রের দাম বাড়ায় এখনো কেউ মারা যায়নি। বাংলাদেশ কখনো শ্রীলংকা হবে না এবং কেউ না খেয়ে মারাও যাবে না বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান।
সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া উচ্চ বিদ্যালয়ে এক অনুষ্ঠানে এ সব কথা বলেন তিনি। বঙ্গবন্ধু মডেল গ্রাম প্রতিষ্ঠা শীর্ষক পাইলট প্রকল্পের আওতায় ৮০ জন উপকারভোগীর মাঝে ঋণের চেক বিতরণ বরেন মন্ত্রী। এসময় জনশুমারির সমালোচনা নিয়ে বিএনপি নেতাদের উদ্দেশ্য করে বলেন, তারা বাড়িতে বসে চা-বিস্কুট খায় আর অযথা দোষ খোঁজে। এটা তাদের অভ্যাস। মন্ত্রী আরও বলেন, বর্তমান সময়ে বিদ্যুৎ নিয়ে মানুষের অনেক কষ্ট হচ্ছে। বিশ্বজুড়ে যুদ্ধের কারণে তেল-গ্যাস বন্ধ হয়ে গেছে। আমেরিকা ও রাশিয়ার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান।