বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত থাকবে: ভারতীয় সহকারী হাইকমিশনার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৭:০৫ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক টিকে আছে। ভবিষ্যতেও এই সম্পর্ক অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনের রাজশাহীস্থ সহকারী হাইকমিশনার সঞ্জিব কুমার ভাটি।
সকালে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় সঞ্জিব কুমার ভাটি একথা বলেন। প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও কলামিষ্ট রণেশ মৈত্র, প্রবীণ সাংবাদিক রবিউল ইসলাম রবি, আব্দুল মতীন খান, আঁখিনূর ইসলামসহ অনেকে। পরে পাবনা প্রেসক্লাবকে ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে ৩টি কম্পিউটার উপহার দেয়া হয়।



























