বাংলাদেশ উপকূল থেকে প্রায় সাড়ে তিনশ’ কিলোমিটার দূরে আছে সুপার সাইক্লোন আম্পান

- আপডেট সময় : ১২:০৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২০
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ উপকূল থেকে প্রায় সাড়ে তিনশ’ কিলোমিটার দূরে আছে সুপার সাইক্লোন আম্পান । সিডরের মতো শক্তিশালী হয়ে উপকূলের দিকে দ্রুত এগিয়ে আসছে। এরই মধ্যে উপকূলীয় জেলার বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে।
সাগর বিক্ষুব্ধ হয়ে ওঠায় পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত এবং কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৯ নম্বর মহা বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। বিকেল থেকে সন্ধ্যা নাগাদ স্থলভাগের ওপর দিয়ে বয়ে যাবে ঘূর্ণিঝড়টি। তখন এর গতি প্রতি ঘণ্টায় ১৪০ থেকে ১৬০ কিলোমিটার থাকতে পারে । এ সময় ১৫ ফুট উচ্চতার জলোচ্ছাসের আশঙ্কা করছে আবহাওয়া বিভাগ। এছাড়া সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর এবং চাঁদপুর জেলাতেও দেখানো হচ্ছে দশ নম্বর মহাবিপদ সংকেত। আর উপকূলীয় জেলা নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম এবং কক্সবাজার তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো ৯ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। ঘূর্ণিঝড় অতিক্রমকালে ভারী বৃষ্টিসহ ঘণ্টায় ১৪০ থেকে ১৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।