বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর দমন-পীড়নের হার নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিচ্ছে সরকার

- আপডেট সময় : ১১:০৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩
- / ১৭৬৭ বার পড়া হয়েছে
বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর দমন-পীড়নের হার নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিচ্ছে সরকার। ফলে বর্তমান সরকারের আমলে সংখ্যালঘুরা অনেক ভালো অবস্থানে রয়েছে। অথচ ২০০১ সালেও যা ছিলো অনুপস্থিত। সকালে ঢাকায় এলকপ আয়োজিত ‘বাংলাদেশে সংখ্যালঘু পরিস্থিতি’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে বক্তরা একথা বলেন।
এলকপ-এর চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মিজানুর রহমান সেমিনারে স্বাগত বক্তব্য দেন। সেমিনারে ‘বাংলাদেশের সংখ্যালঘুদের পরিস্থিতি: সমস্যা এবং উত্তরণ’ বিষয়ে এলকপের পক্ষ থেকে একটি গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হয়। এতে বাংলাদেশে সংখ্যালঘু জনগোষ্ঠীর ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরা হয়। আলোচনায় বক্তারা- বর্তমান সরকারের সময় বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারিত ভুল তথ্যের উল্লেখ করে বলেন, এসব তথ্য অনাকাঙ্ক্ষিত ও দুরভিসন্ধিমূলক। তারা সব সংখ্যালঘুর সমান মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোকে ব্যবস্থা গ্রহণের আহবান জানান।