বাংলাদেশে জলবায়ু পরিবর্তনজনিত কারণে সংক্রামক রোগ বাড়ছে

- আপডেট সময় : ১২:২৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
বাংলাদেশে জলবায়ু পরিবর্তনজনিত কারণে সংক্রামক রোগ বাড়ছে। এর প্রভাব মানসিক স্বাস্থ্যের ওপরেও পড়ছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবসংক্রান্ত এক গবেষণায় এ তথ্য উল্লেখ করেছে বিশ্বব্যাংক।
আবহাওয়া ও বৃষ্টিপাতের ধরন পরিবর্তন বিশ্লেষণ করে উল্লেখ করা হয়েছে, ২০১৯ সালে ঢাকা শহরে ডেঙ্গু মারাত্মক আকার ধারণ করে। সে সময় সারা দেশে ডেঙ্গু রোগে মৃত্যু ৭৭ শতাংশ হয়েছিল ঢাকাতে। ঐ বছর ফেব্রুয়ারি মাসে ঢাকায় তিন গুণ বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়। মার্চ থেকে জুলাই পর্যন্ত তাপমাত্রা ও আর্দ্রতা ছিল রেকর্ড পরিমাণে। বাতাসে আর্দ্রতা গড়ে ৫০ থেকে ৬০ শতাংশ থাকলে ডেঙ্গুর বিস্তার বেশি লক্ষ্য করা যায়। এই আবহাওয়া ডেঙ্গু বিস্তারের জন্য সহায়ক। বৃহস্পতিবার প্রতিবেদনটি নিয়ে ওয়েবিনারের আয়োজন করে বিশ্বব্যাংক। এতে জানানো হয়, গবেষণায় দেখা গেছে, জলবায়ুর পরিবর্তনের সঙ্গে শ্বাস-প্রশ্বাস, পানিবাহিত এবং মশাবাহিত রোগ বৃদ্ধির পাশাপাশি মানসিক স্বাস্থ্য সমস্যার একটি যোগসূত্র রয়েছে। বিশেষ করে বড় শহর ঢাকা ও চট্টগ্রামের শিশু ও বয়স্করা বেশি ঝুঁকিতে রয়েছে।