বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র

- আপডেট সময় : ০৮:০৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২
- / ১৫৫০ বার পড়া হয়েছে
বাংলাদেশে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য, অবাধ, সুষ্ঠু নির্বাচন দেখতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। সকালে জাতীয় প্রেসক্লাবে ডিক্যাবের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এ কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। তিনি বলেন, বাংলাদেশে এরইমধ্যে নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। নির্বাচন সুষ্ঠু করতে বাংলাদেশের জনগণকেই এগিয়ে আসতে হবে। পিটার আরো বলেন, জবাবদিহি ছাড়া রেবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সুযোগ নেই।
জাতীয় প্রেসক্লাবে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ…ডিক্যাব আয়োজিত মিট দ্যা প্রেসে অংশ নেন মার্কিন রাষ্ট্রদুত পিটার ডি হাস।
এসময় অনুষ্ঠানের সুচনা বক্তব্যে মার্কিন রাষ্ট্রদুত মনে করিয়ে দেন, ৫০ বছরে দুই দেশের সম্পর্ক কতটা উন্নত হয়েছে।
পিটার হাস বলেন, বাংলাদেশের জাতীয় নির্বাচন এদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী হওয়া উচিত।
রেবের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হলে সংস্থাটির স্বচ্ছতা ও মানবাধিকারের বিষয়টি নিশ্চিত করতে হবে বলে জানান মার্কিন রাষ্ট্রদূত।
পিটার আরো বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্যের উধ্বগতি, মুদ্রাস্ফীতির মতো চ্যালেঞ্জ নিতে হচ্ছে বাংলাদেশকে।
ডিজিটাল নিরাপত্তা আইনে যে উদ্বেগ রয়েছে, সেগুলো সমাধানে যুক্তরাষ্ট্র আলোচনা চালিয়ে যেতে চায় বলে জানান পিটার ডি হাস।