বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়

- আপডেট সময় : ০৭:৩১:০৫ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৯
- / ১৬০৭ বার পড়া হয়েছে
বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়। সবাই সমান মর্যাদা ও অধিকার ভোগ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে ততদিন যোগ্যতা অনুযায়ী সবাই সমান মূল্যায়িত হবে।
শুভ জন্মাষ্টমী উপলক্ষে গণভবনে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমেই প্রধানমন্ত্রীর হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন হিন্দু ধর্মাবলম্বী নেতারা। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অন্যতম মূলমন্ত্র ধর্মনিরপেক্ষতা। দেশে আজ ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সমান মর্যাদায় বসবাস করছে। কেউ সংখ্যালঘু নয়।
তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতিতে বাংলাদেশ বিশ্বে রোল মডেল। কিন্তু বিএনপি জামায়াত জোট আমলে সংখ্যালঘু নির্যাতনের মাত্রা ছাড়িয়েছিল। সব ধর্মের মূল কথা শান্তি আর মানব কল্যাণ মেনে চলার পরামর্শ দেন সরকার প্রধান। পূজার সময় নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সতর্ক থেকে সহায়তার আহ্বান জানান তিনি। দেশের অগ্রগতি নিশ্চিত করতে সব ধর্মের মানুষকে এক যোগে কজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।