বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়ন দুর্বার গতিতে এগিয়ে চলছে – আইজিপি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৪:৫২ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
সারাবিশ্বে অর্থনীতির মন্দা থাকলেও, বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়ন দুর্বার গতিতে এগিয়ে চলছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী।
দুপুরে আশুলিয়ার শ্রীপুর এলাকায় শিল্প পুলিশের ব্যারাক উদ্বোধন শেষে তিনি একথা জানান। জাবেদ পাটোয়ারী আরো জানান, এবার পুলিশের নিয়োগ, পদায়ন ও পদোন্নীতির ক্ষেত্রে স্বচ্ছতা থাকায় সারাদেশে পুলিশ বাহিনী প্রশংসিত হয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশকে মানবিক পুলিশ হিসেবে গড়ে তোলা হচ্ছে। পোশাক কারখানাগুলোতে শিল্প পুলিশের নিরাপত্তার কারণে অর্থনীতি অনেক দূর এগিয়ে গেছে।