বাংলাদেশের সক্ষমতার প্রতীক, স্বপ্নের ‘পদ্মা সেতু’ উদ্বোধন

- আপডেট সময় : ০৬:৫৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২
- / ১৭৭৮ বার পড়া হয়েছে
সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে দ্বার উন্মোচিত হলো বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতুর। দুপুরে নাম ফলক উন্মোচনের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে মাওয়া প্রান্তে সুধী সমাবেশে তিনি বলেন, সেতু নির্মাণে শুধু পদ্মার উত্তাল ঢেউ নয়, বাধা হয়ে দাঁড়াবার চেষ্টা করেছে দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীরা। পদ্মা সেতুকে বাংলাদেশের সক্ষমতা ও মর্যাদার প্রতীক বলে অভিহিত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সারাদেশের মানুষের বহুল প্রতিক্ষিত পদ্মা সেতুর শুভ উদ্বোধনের আগে, সেতুর মাওয়া প্রান্তে সুধী সমাবেশে অংশ নেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এতে উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সদস্য, বিচারপতি, বিশিষ্ট রাজনীতিক, ব্যবসায়ী, বুদ্ধিজীবী, সাংবাদিক ও বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকসহ হাজারো বিশিষ্টজন।
প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতু নির্মাণ করে দেশের মানুষের সাথে নিজেকেও গর্বিত মনে করেন তিনি।
তিনি বলেন, অনেক বাধা-বিপত্তি আর ষড়যন্ত্রের জাল ছিন্ন করে, পদ্মা সেতু নির্মিত হয়েছে। এর সঙ্গে জড়িয়ে আছে বাঙালির আবেগ, সাহসিকতা আর প্রত্যয়।
পদ্মা সেতুর অর্থায়ন বন্ধসহ তার পরিবারের সদস্য ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গেও কথা বলেন সরকার প্রধান।
পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্রকারীদের শুভবুদ্ধির উদয় হবে, এমন আশা করে প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণই তার সাহসের ঠিকানা।
এরপরই আসে সেই মাহেন্দ্রক্ষণ। ঘড়ির কাটায় তখন দুপুর ১২টা। সুইচ চেপে, ‘পদ্মা সেতু’র নাম ফলক উন্মোচনের মধ্য দিয়ে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলে দেন দক্ষিণাঞ্চলের স্বপ্নের দুয়ার।
লালসবুজের রঙিন আভায়, জাতীয় সঙ্গীতের মূর্ছনার মধ্যে স্বপ্ন ছোয় বাংলাদেশ।