বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি অনেক উন্নত দেশের চেয়ে ভাল : তথ্যমন্ত্রী

- আপডেট সময় : ০৮:১৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি অনেক উন্নত দেশের চেয়ে ভাল বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। আর দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, সরকারের ভিত্তি অনেক মজবুত। ক্ষমতা থেকে হটানোর কোনো চেষ্টাই সফল হবে না। ঢাকা ও কুষ্টিয়ায় পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।
জাতীয় শোক দিবস উপক্ষে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে আলোচনা সভার আয়োজন করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপির সমালোচনা করেন। আর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, বঙ্গবন্ধু হত্যায় জিয়ার নাম আসা দরকার ছিল।
প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ নয়, জাতিসংঘের মানবাধিকার কমিশনের ফিলিস্তিন ও মিয়ানমারের দিকে নজর দেয়া উচিত।
এদিকে, কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবসের আলোচনায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি জামায়াতের আন্দোলের নামে অপতৎপরতা কোনো দিন সফল হবে না।
সট: মাহবুব উল আলম হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ