বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেটে ২২৮ রানের লিড নিয়ে প্রথম দিন শেষ করেছে সফরকারীরা

- আপডেট সময় : ০৮:২৮:৪০ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার একমাত্র টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেটে ২২৮ রানের লিড নিয়ে প্রথম দিন শেষ করেছে সফরকারীরা।
টস জিতে ব্যাট করতে নেমে বেশ ধীরেসুস্থে শুরু করে জিম্বাবুয়ে। বাংলাদেশের দুই পেসার আবু জায়েদ রাহী আর এবাদত হোসেন প্রথম ৪ ওভারই নেন মেডেন। জিম্বাবুয়ের ধৈর্যের বাঁধ শেষ পর্যন্ত ভাঙেন আবু জায়েদ রাহী। ২ রান করা জিম্বাবুইয়ান ওপেনার কেভিন কাসুজাকে সাজঘরে ফেরান তিনি। তবে ৭ রানের মাথায় প্রথম উইকেট হারালেও সেই ধাক্কা কাটিয়ে ওঠে জিম্বাবুয়ে। দ্বিতীয় উইকেটে অধিনায়ক ক্রেইগ আরভিন আর প্রিন্স মাসভাউরে জুটি থেকে আসে দলীয় ১১৮ রান। ব্যাক্তিগত ৬৪ রানে মাসভাউরেকে সাজঘরে ফেরান নাইম হাসান। পরের ওভারে নাইমের দ্বিতীয় শিকার হয় ব্রেন্ডন টেলর। আর ১৮ রান করা রাজা ফেরেন নাইমের তৃতীয় শিকার হয়ে। ক্রিসে এসে দাড়াতে পারেনি টিমসিন মারুমাও। ফেরেন ব্যাক্তিগত ৭ রান নিয়ে। এরপর নাঈম হাসানের বলে ক্লিন বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ১০৭ রান করা আরভিন। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ২২৮ রানের সংগ্রহ পায় জিম্বাবুয়ে।