বাংলাদেশের নতুন সেনাপ্রধান লে.জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
বাংলাদেশের নতুন সেনাপ্রধান হিসেবে লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বর্তমানে সেনাসদরের কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি।
জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে আগামী ২৪ জুন থেকে তিন বছরের জন্য তাকে সেনাপ্রধানের দায়িত্ব দেবে সরকার। ফলে তিনি জেনারেল আজিজ আহমেদের স্থলাভিষিক্ত হবেন। খুলনার মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এস এম শফিউদ্দিন আহমেদ ১৯৮৩ সালে নবম বিএমএ লংকোর্সের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কোরে কমিশন পান। গতবছর ডিসেম্বরে তাকে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসির দায়িত্ব থেকে কোয়ার্টার মাস্টার জেনারেল করে সেনাসদরে নিয়ে আসা হয়। তার আগে ২০১৯ সালের আগষ্টে মেজর জেনারেল থেকে পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হন শফিউদ্দিন আহমেদ।