বাংলাদেশের জনগন এই সরকারকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছে: আমির খসরু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৩:০৫ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩
- / ১৭৯৪ বার পড়া হয়েছে
এর আগে বিকেলে চট্টগ্রামের কাজির দেউরি এলাকা থেকে শুরু করে নিউ মার্কেট হয়ে দেওয়ানহাটে গিয়ে শেষ হয় বিএনপির পদযাত্রা। কর্মসুচীতে নেতাকর্মীর ঢল নামে।
সমাবেশ শেষে বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বর্তমান সংবিধানের অধীনে নির্বাচনের স্বপ্ন ভুলে যেতে সরকারের প্রতি আহবান জানান। তিনি বলেন, জনগনের সমর্থন হারিয়ে কিছু পুলিশ, সন্ত্রাসী আর লুটেরা ব্যবসায়ীদের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে সরকার। কিন্তু বাংলাদেশের জনগন এই সরকারকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক বিশ্বও বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায়।





















