বাংলাদেশের চিকিৎসার প্রতি খালেদা জিয়ার আস্থা নেই: চীফ হুইপ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
বাংলাদেশের চিকিৎসার প্রতি খালেদা জিয়ার আস্থা নেই বলে মন্তব্য করেছেন সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।
দুপুরে মাদারীপুরের শিবচরের চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটরিয়ামে মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ নিউট্রিশন এন্ড ডায়টেটিকস ফোরাম ও ঢাকাস্থ শিবচর উপজেলা সমিতির আয়োজনে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় আরো উপস্থিত ছিলেন, বেগম শবনম জাহান এমপি। চীফ হুইপ বলেন, খালেদা জিয়া এ দেশের তিন বার প্রধানমন্ত্রী ছিলেন, তিনি যদি বাংলাদেশের চিকিৎসা সেবার ওপর আস্থা না রাখেন তাহলে সাধারন মানুষ, ভোটাররা কিভাবে আস্থা রাখবে।