বাংলাদেশের এভিয়েশন খাত বর্তমানে বিশ্বমানে পৌঁছেছে: বিমান পরিবহন প্রতিমন্ত্রী

- আপডেট সময় : ০৯:৩৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
সরকার দেশের বিমান চলাচল খাতকে গুরুত্ব দিয়ে ব্যাপক উন্নয়নে কাজ করছে বলে জানিয়েছেন বেসরকারি বিমান পরিবহন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী। তিনি বলেন, করোনাকালীন ক্ষতি কাটিয়ে উঠতে নানামুখী পদক্ষেপ নেয়া হচ্ছে। সকালে ঢাকার শাহজালাল বিমানবন্দরে ইউএস-বাংলার ঢাকা-মালদ্বীপ রুটে নতুন ফ্লাইট উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। মন্ত্রী জানান, বাংলাদেশের এভিয়েশন খাত বর্তমানে বিশ্বমানে পৌঁছেছে।
দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র মালদ্বীপ…….
ভ্রমণ প্রেমিক বাংলাদেশী পর্যটকদের জন্য আজ থেকে মালদ্বীপের সাথে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সরাসরি এই ফ্লাইটের মাধ্যমে পর্যটকদের পাশাপাশি মালদ্বীপে বসবাসকারী প্রবাসী বাংলাদেশীদের দীর্ঘ-দিনের আশাও পূর্ণ হবে বলে জানা ইউএস-বাংলা কর্তৃপক্ষ।
আর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জানান , এর মাধ্যমে দেশটির সাথে যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি ব্যবসা-বাণিজ্যে, পর্যটন ও এভিয়েশন শিল্পের উন্নয়নে সুযোগ সৃষ্টি হবে।
ভ্রমণ প্রেমিক বাংলাদেশী পর্যটকদের জন্য ইউএস-বাংলা সপ্তাহে তিন দিন ঢাকা-মালে-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করবে।