বাংলাদেশের অবকাঠামো ও অর্থনীতি শ্রীলঙ্কার মতো নয় : মাহবুবউল আলম হানিফ

- আপডেট সময় : ০৪:৫৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১৩ জুলাই ২০২২
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
বাংলাদেশের অবকাঠামো ও অর্থনীতি শ্রীলঙ্কার মতো নয়। তাই, বাংলাদেশ কখনও শ্রীলঙ্কা হবে না বলে মন্তব্য করেছেন- আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। আরো বলেন, বিএনপির মন থেকে শ্রীলঙ্কার স্বপ্ন মুছে যেতেও বেশি সময় লাগবে না।
সকাল ১০টায় কুষ্টিয়ায় নিজ বাসায় সাংবাদিকদের সাথে মতবিনিয় শেষে তিনি এ সব কথা বলেন। হানিফ সাংবাদিকদের আরো বলেন, দেশের উন্নয়ন দেখলেই যাদের গাত্র দাহ হয় তারা বাংলাদেশের অবস্থা শ্রীলংকার মতো হবে বলে দাবি করছেন। সাংবাদিক রুবেল হত্যার মামলা নিয়ে আওয়ামী লীগের এই নেতা জানান, মামলা পিবিআইকে হস্তান্তর করতে স্বরাষ্ট্র মন্ত্রনালয়কে বলা হয়েছে। দ্রুত তদন্ত শেষে রহস্য উদঘাটন ও দোষীদের আইনের আওতায় আনা হবে। নিখোঁজ হওয়ার পাঁচদিন পর কুমারখালী সেতুর নিচ মরদেহ হয় কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হাসিবুর রহমান রুবেলের মরদেহ।