বাংলাদেশি পণ্যে ৩৫% শুল্ক আরোপ: প্রধান উপদেষ্টাকে ট্রাম্পের চিঠি

- আপডেট সময় : ০৩:৪১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য প্রবেশের ক্ষেত্রে ৩৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যা আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে। এ বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের কাছে চিঠিও পাঠিয়েছেন ট্রাম্প।
সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দেন ট্রাম্প। বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ কোরিয়াসহ মোট ১৪টি দেশের ওপর নতুন করে শুল্ক হার নির্ধারণের ঘোষণা দেয়া হয়েছে। ডক্টর ইউনূসকে পাঠানো চিঠিতে ট্রাম্প লেখেন, ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো সব বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক নেয়া হবে। বাংলাদেশের কোম্পানিগুলো যদি যুক্তরাষ্ট্রের মধ্যেই পণ্য তৈরি বা উৎপাদন করার সিদ্ধান্ত নেয়, তাহলে কোনো শুল্ক থাকবে না। বাংলাদেশ যদি এই শুল্কের বিরুদ্ধে পাল্টা কোনো ব্যবস্থা নেয়, তাহলে শুল্ক আরও বাড়ানোর হুমকি দিয়ে ট্রাম্প লেখেন, যদি কোনো কারণে মার্কিন পণ্যে শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়, তবে যে সংখ্যাটি বাড়ানো হবে, নির্ধারিত ৩৫ শতাংশ শুল্কের সঙ্গে যুক্ত করা হবে।