বাংলাদেশর বিপক্ষে ৮ উইকেটে ৪২৩ রান সংগ্রহ করেছে পাকিস্তান

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:০৭:১২ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
রাওয়ালপিন্ডিতে টেস্টে প্রথম ইনিংসের তৃতীয় দিনে শুরুতে ধাক্কা খেলেও বাংলাদেশর বিপক্ষে ৮ উইকেটে ৪২৩ রান সংগ্রহ করেছে পাকিস্তান।
রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দুই দিন সুবিধা করতে না পারলেও তৃতীয় দিনটি ভালোভাবেই শুরু করে টাইগাররা। দিনের প্রথম সেশনে তুলে নেয় চার উইকেট। এর মধ্যে আগের দিনের অপরাজিত দুই ব্যাটসম্যান বাবর আজম ও আসাদ শফিক। ১৪৩ রানে ফেরেন বাবর আযম। এরপর দলীয় ৩৫৩ রানে আসাদ শফিককে সাজঘরে পাঠিয়ে বাংলাদেশ শিবিরে দিনের দ্বিতীয় সাফল্য এনে দেন পেসার এবাদত হোসেন। এরপর দলীয় সংগ্রহে আরও ২১ রান যোগ করা মোহাম্মদ রিজওয়ানকে তুলে নেন রুবেল হোসেন। শুক্রবার শুরু হওয়া ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে ব্যাটসম্যানদের ব্যর্থতায় প্রথম দিনেই ২৩৩ রানে গুটিয়ে যায় সফরকারী বাংলাদেশ।