বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের সুপারিশ জাতিসংঘে অনুমোদন
- আপডেট সময় : ০১:০৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১
- / ১৬০৯ বার পড়া হয়েছে
স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশকে উত্তরণের সুপারিশ অনুমোদন করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ। তিনটি মানদণ্ড পূরণ করায় পরিষদের ৭৬তম বৈঠকের ৪০তম প্লেনারি সভায় এই সুপারিশ গৃহীত হয়।
বুধবার রাতে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এই সংবাদ বাংলাদেশের উন্নয়নযাত্রার এক মহান মাইলফলক হিসেবে অভিহিত করেছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ কথা জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশই একমাত্র দেশ, যে দেশ জাতিসংঘ নির্ধারিত তিনটি মানদণ্ড পূরণের মাধ্যমে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করেছে। বাংলাদেশের এ অর্জন বিশ্বদরবারে এ দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে এবং আরও অধিকতর উন্নয়নের যাত্রাকে ত্বরান্বিত করবে। এদিকে এক টুইট বার্তায় জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা জানিয়েছেন, জাতিসংঘের সাধারণ পরিষদে উত্তরণের এই সুপারিশ জাতির বহুদিনের আশা-আকাঙ্খা পূরণ করেছে। একইসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প-২০২১ অবশেষে পূর্ণতা পেতে যাচ্ছে।



























