বাঁধ নির্মাণে অনিয়মের খোঁজে সুনামগঞ্জে তদন্ত কমিটি
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২
- / ১৫৭১ বার পড়া হয়েছে
পাহাড়ি ঢলে ফসল তলিয়ে যাওয়ায় হাওরের বাঁধের কাজের অনিয়ম তদন্তে পানি সম্পদ মন্ত্রণালয়ের ৫ সদস্য তদন্ত দল আজ সুনামগঞ্জের ধর্মপাশা ও তাহিরপুরের ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন করবেন।
পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দা সালমা জাফরীনকে আহ্বায়ক করে এই তদন্ত কমিটি গঠন করা হয়।উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের ৬ উপজেলার ১০ থেকে ১২ হাওরের বাঁধ ভেঙে ফসল তলিয়ে যাওয়ার ঘটনায় এ তদন্ত কমিটি গঠন করা হয়। এছাড়াও সুনামগঞ্জ জেলা প্রশাসকও সুনামগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালকে প্রধান করে ৫ সদস্যের আরো একটি তদন্ত কমিটি গঠন করেছেন।










