বহুল প্রতীক্ষিত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালের একাংশ উদ্বোধন কাল

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩
- / ১৭২৯ বার পড়া হয়েছে
বহুল প্রতীক্ষিত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালের একাংশ উদ্বোধন কাল। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৩য় টার্মিনাল চালু হলে যাত্রীদের দুর্ভোগ আর কষ্ট অনেকটাই দূর হবে। এই টার্মিনাল সাধারণ যাত্রীদের জন্য উন্মুক্ত হলে বছরে সেবা দেয়া যাবে ২ কোটি ৪০ লাখ যাত্রীকে। তবে যাত্রী চলাচলের জন্য টার্মিনালটি প্রস্তুত হতে সময় লাগবে আরও এক বছর। সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের আদলে তৈরি হচ্ছে এই টার্মিনাল। এখানে থাকবে বিশ্বের উন্নত বিমানবন্দরগুলোর মতো নানা সুবিধা। এ টার্মিনালের মাধ্যমে সহজ ও স্বল্প সময়েই ইমিগ্রেশন করতে পারবেন যাত্রীরা। দেশে প্রথম অত্যাধুনিক সব প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছে সিভিল এভিয়েশন।