বসানো হয়েছে ২৪তম স্প্যান, দৃশ্যমান পদ্মাসেতুর ৩ হাজার ৬০০ মিটার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
শরিয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মাসেতুর ৩০ ও ৩১ নম্বর পিলারে ২৪তম স্প্যান বসানো হয়েছে। স্প্যানটি বসানোর মাধ্যমে দৃশ্যমান হলো স্বপ্নের পদ্মাসেতুর ৩ হাজার ৬০০ মিটার।
২৩তম স্প্যান বসানোর ৯ দিনের মাথায় ২৪তম স্প্যানটিও বসানো হলো। দুই ঘন্টা কারিগরি কাজ শেষ করে দুপুর ১ টা ২০ মিনিটে স্প্যানটি বসানো সম্পন্ন হয়।সকাল ৯ টায় মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের ১২ ও ১৩ নম্বর পিলারে অস্থায়ীভাবে রাখা স্প্যান নিয়ে রওয়ানা করে ভাসমান ক্রেন। সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে নির্ধারিত পিলারের সামনে পৌঁছায়। সেতুর ৪২টি পিলারের মধ্যে ৩৮টি পিলারের কাজ শেষ। বাকি আছে ৪টি পিলারের কাজ শেষ হবে আগামী এপ্রিলে। এনিয়ে পদ্মাসেতুতে ৪১টি স্প্যানের মধ্যে ২৪টি বসানো হলো। এখনো বাকি রয়েছে ১৭টি। আগামী জুলাইয়ের মধ্যে বাকি স্প্যানগুলো বসানোর কথা রয়েছে।