বর্ষা মৌসুমে পানি বাড়তে থাকায় আবারও ভাঙ্গন শুরু তিস্তায়
- আপডেট সময় : ০৫:২১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
বর্ষা মৌসুমে পানি বাড়তে থাকায় আবারও ভাঙ্গন শুরু তিস্তায়। এরই মধ্যে লালমনিরহাটের তিনটি উপজেলার একাধিক পয়েন্টে ভয়াবহ নদী ভাঙ্গনে বিলীন হবার পথে শত শত বসত-ভিটাসহ নতুন নতুন এলাকা। সময়মত ব্যবস্থা নিতে বলছেন স্থানীয় এলাকাবাসী।
লালমনিরহাটে প্রতিবছর তিস্তা নদীতে পানি বাড়া-কমার সময় প্রচন্ড ভাঙ্গন শুরু হয়। এবারও পানি বাড়ার সাথে সাথেই তিস্তার বাম তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙ্গন। এরই মধ্যে সদর উপজেলার রাজপুর, গোকুন্ডা, আদিতমারীর মহিষখোচাসহ হাতীবান্ধার সানিয়জান, গড্ডিমারী এলাকায় ভাঙ্গনে বিলীন হয়ে গেছে অনেক জমি ও বসত-ভিটা।
তিস্তার বাম তীর রক্ষায় সদর উপজেলার রাজপুর ইউনিয়নে তিনটি ও আদিতমারীর মহিষখোচা ইউনিয়নে দুটি কংক্রিটের স্পার বাঁধের বয়স হয়ে গেছে দেড় যুগ। এতো বছরেও সংস্কার না হওয়ায় সেগুলো নষ্ট হওয়ার পথে। পুরোপুরি নষ্ট হয়ে গেলে পাল্টে যাবে নদীর গতিপথ। ভাঙ্গনের মুখে পড়বে নতুন নতুন জনপদ। দ্রুত মেরামতের দাবি জানিয়েছে স্থানীয়রা।
স্পারগুলো মেরামতের চেষ্ঠা করা হয়েছে বলে জানায়, পনি উন্নয়ন বোর্ড। বাঁধ রক্ষনাবেক্ষণের পাশাপাশি নদী ভাঙ্গন রোধে স্থায়ী সামাধান চায় এলাকাবাসী।
















