বর্ষা মৌসুমের আগেই সাতক্ষীরা ও খুলনা উপকূলে স্থায়ী বেড়িবাঁধের কাজ শুরু হবে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৩৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
বর্ষা মৌসুমের আগেই সাতক্ষীরা ও খুলনা উপকূলে স্থায়ী বেড়িবাঁধের কাজ শুরু হবে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।
সকালে আম্পানে ক্ষতিগ্রস্ত কপোতাক্ষ তীরবর্তী সাতক্ষীরার আশাশুনি ও শ্যামনগর এবং খুলনার কয়রা উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শনশেষে তিনি একথা বলেন। এসময় মন্ত্রী আরও বলেন, আম্পানের পর এই এলাকার মানুষের দুঃখ দুর্দশা বেড়েছে। আগামীতে যাতে আর ক্ষয়ক্ষতি না হয় সে লক্ষ্যে সরকার কাজ করছে। এ সময় খুলনা-৬ আসনের এমপি আক্তারুজ্জামান বাবু, পানিসম্পদ মন্ত্রাণালয়ের অতিরিক্ত সচিব রোকন-উদ দৌলা, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক ড. মোহাম্মদ মিজানুর রহমান ও সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের উপস্থিত ছিলেন।






















