বর্ষাতেই চিরচেনা রূপ ফিরে পায় ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদ

- আপডেট সময় : ১২:৩৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪
- / ১৯৯৯ বার পড়া হয়েছে
বর্ষাতেই চিরচেনা রূপ ফিরে পায় ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদ। প্রতিবছর এ সময়টাতে নদের উত্তাল ঢেউয়ের তাণ্ডবে দু’পাড়ে ভাঙ্গনের তীব্রতা বৃদ্ধি পায়। এবারও শত শত একর ফসলি জমি ও পৈত্রিক বসতভিটা নদেরগর্ভে বিলীনে নিঃস্ব হয়ে পড়েছেন শতাধিক পরিবার। ভাঙ্গন ঠেকাতে জিও ব্যাগ দিয়ে দায়সারা কাজ করলেও স্থায়ী সমাধানের উদ্যাগ নেই। জেলা প্রশাসন বলছে, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরী করে দেয়া হবে সহযোগিতা।
চোখের সামনেই নদের গর্ভে বসত ভিটা ফসলি জমি হারিয়ে পাগলপ্রায় সত্তোর্ধ্ব আব্দুল খালেক। পরিবার পরিজন নিয়ে পড়েছেন বিপাকে। শেষ সম্বলটুকু রক্ষায় করছেন প্রাণপণ চেষ্টা।
নদের স্রোতে আব্দুল খালেকের মত ময়মনসিংহের গৌরীপুরের পশ্চিম ভাটিপাড়া, উজান কাশিয়ার চর এবং খোদাবক্সপুর গ্রামের শতাধিক পরিবারের বসত ভিটা, ফসলি জমি চলে গেছে নদীতে বিলীন। আশ্রয়ের খোঁজে অনেকে ছুটছেন অন্যত্র। প্রতিবছর জিও ব্যাগ ফেলে দায়সারা কাজ করা হয় বলে অভিযোগ স্থানীয়দের।
ভাঙ্গনের কবল থেকে মুক্তি পেতে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি উঠেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরী করে সহযোগিতা দেয়া হবে, জানান জেলা প্রশাসক।
অপরিকল্পিত নদ খনন, অবৈধ বালু উত্তোলন বন্ধ করা গেলে অনেকাংশে কমে আসবে নদের ভাঙ্গণ।