বর্ষসেরা জাতীয় এসএমই মাইক্রো উদ্যোক্তা পুরস্কার পেলেন মো. ওয়াহিদুজ্জামান
- আপডেট সময় : ১১:৪০:১০ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
- / ১৫১২ বার পড়া হয়েছে
এসএমই ফাউন্ডেশন কর্তৃক ‘বর্ষসেরা জাতীয় এসএমই মাইক্রো উদ্যোক্তা ২০২৫’ পুরস্কার পেয়েছেন দেশীয় অর্গানিক কসমেটিক ব্র্যান্ড রিবানার প্রতিষ্ঠাতা মো. ওয়াহিদুজ্জামান। এই স্বীকৃতি প্রাপ্তির মধ্য দিয়ে দেশীয় একটি ব্র্যান্ডকে আন্তর্জাতিক বাজারে সফলভাবে প্রতিষ্ঠা করার অবদানের জন্য তাকে সম্মানিত করা হয়েছে।
বর্তমানে রিবানার পণ্য অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও দুবাইয়ে Amazon-এর মাধ্যমে নিয়মিত বিক্রি হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রসারণের ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রে “Ribana Corporation” নামে কোম্পানি রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে এবং খুব শিগগিরই আমেরিকায় রিবানার নিজস্ব রিটেইল শপ উদ্বোধন হতে যাচ্ছে বলে প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।
ফার্মাসিতে স্নাতক সম্পন্ন করে ফার্মাসিউটিক্যাল খাতে কর্মজীবন শুরু করেন মো. ওয়াহিদুজ্জামান। কর্মরত অবস্থায় বিদেশ থেকে পাওয়া একটি অর্গানিক হ্যান্ডমেড সাবান তাকে সম্পূর্ণ প্রাকৃতিক প্রসাধনী উৎপাদনের বিষয়ে অনুপ্রাণিত করে। এরই ধারাবাহিকতায় তিনি ২০১৫ সালে রিবানা প্রতিষ্ঠা করেন। শুরুতে পারিবারিক সমর্থনের অভাব, পুঁজি সংকট ও মানসম্মত কাঁচামাল সংগ্রহের চ্যালেঞ্জ থাকলেও নিজ গ্রামের গ্রামীণ উৎস থেকে প্রায় ৯৫ শতাংশ প্রাকৃতিক কাঁচামাল সংগ্রহ করে তিনি বাংলাদেশে প্রথমবারের মতো হ্যান্ডমেড সাবান উৎপাদন ও বাজারজাত শুরু করেন।
রিবানার পণ্যে ব্যবহৃত কাঁচামালের মধ্যে রয়েছে নারিকেল তেল, ছাগলের দুধ, নিমপাতা, তিল, গোলাপ ও মসুর ডালসহ বিভিন্ন প্রাকৃতিক উপাদান। প্রতিটি পণ্য কঠোর প্রক্রিয়াজাতকরণ, PH টেস্ট ও মান যাচাইয়ের পর বাজারজাত করা হয়। এই উদ্যোগের সঙ্গে শতাধিক ছাগল খামারি, ভেন্না ও নিম চাষি, বাদাম উৎপাদক এবং প্রায় অর্ধশত গ্রামীণ নারী সরাসরি যুক্ত হয়ে স্বাবলম্বী হয়েছেন। রিবানার এই সামাজিক ও অর্থনৈতিক অবদান ২০১৯ সালে UNDP Youth Co:lab-এর স্বীকৃতি পায়।
বর্তমানে রিবানার পণ্য দেশের বিভিন্ন সুপরিচিত ব্র্যান্ড স্টোর—মিনা বাজার, Wellbeing, যাত্রা, টপ-টেন মার্টসহ হাজারো আউটলেটে পাওয়া যাচ্ছে। এছাড়া ঢাকার ধানমণ্ডিতে রিবানার নিজস্ব একটি আউটলেট রয়েছে। অনলাইনেও রিবানার পণ্য নিজস্ব ওয়েবসাইট www.ribana.com.bd ছাড়াও Daraz, Shajgoz, Rokomariসহ অর্ধশতাধিক প্ল্যাটফর্মে বিক্রি হচ্ছে।
রিবানা নিয়মিতভাবে SME জাতীয় পণ্য মেলা, আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণ করে আসছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি ২০২৫ সালের অক্টোবরে অনুষ্ঠিত অস্ট্রেলিয়া–বাংলাদেশ বিজনেস এক্সপোতে অংশগ্রহণ করেছে এবং ডিসেম্বরে আমেরিকা–বাংলাদেশ বিজনেস এক্সপোতেও অংশ নেয়।
মো. ওয়াহিদুজ্জামানের এই উদ্যোগকে অনুসরণ করে দেশের বিভিন্ন স্থানে শত শত উদ্যোক্তা নতুনভাবে ব্যবসা শুরু করেছেন, যার ফলে তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থান এবং গ্রামীণ অর্থনীতির বিকাশ। সংশ্লিষ্টরা মনে করছেন, একজন অগ্রগামী উদ্যোক্তা হিসেবে দেশীয় ব্র্যান্ড রিবানার মাধ্যমে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করাই তার সবচেয়ে বড় অর্জন।




















