বর্তমান সরকারের সময় দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে : সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার এই সরকারের সময় দেশ ব্যাপক উন্নয়ন হচ্ছে বল মন্তব্য করছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়নের সচিব মেজবাহ উদ্দিন।
সকালে আশুলিয়ার শেখ হাসিনা জাতীয় যুব উনয়ন ইনস্টিটিউট এ কমিউনিকটিভ ল্যাঙ্গুয়েজ এবং উদ্যাক্তা উন্নয়ন প্রশিক্ষণ কার্সের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন এসময় আরোও বলেন,দেশের মানুষের ভাগ্য উন্নয়ন কাজ করে যাচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, শেখ হাসিনা জাতীয় যুব উনয়ন ইনস্টিটিউট এর পরিচালক মিজানুর রহমান, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম উপস্থিত ছিলেন।