সরকার মানুষের পেটে লাথি দিয়ে মেগা প্রকল্পের নামে দুর্নীতি করছে : অলি আহমদ

- আপডেট সময় : ০৭:৩১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৭২ বার পড়া হয়েছে
বর্তমান সরকারের রাজনীতি সঠিক পথে না থাকায় অর্থনীতির পরিস্থিতি সংকটে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি.. এলডিপি’র সভাপতি ড. কর্নেল অলি আহমদ। তিনি বলেন, সরকার মানুষের পেটে লাথি দিয়ে মেগা প্রকল্পের নামে দুর্নীতি করছে। নাগরিক ঐক্যর সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, দেশের বর্তমান সংকটের গভীরতা পরিমাপ সম্ভব নয়। প্রধানমন্ত্রী ভারত থেকে খালি হাতে ফিরেছেন বলেও মন্তব্য করেন তিনি। জাতীয় প্রেসক্লাবে এক সভায় এসব মন্তব্য করেন তারা।
বর্তমান রাজনীতি, অর্থনীতি ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করে লিবারেল ডেমোক্রেটিক পার্টি।
আলোচনায় এলডিপির সভাপতি বলেন, ক্ষমতাশীল দলের রাজনীতির অবস্থান সঠিক পথে না থাকায় অর্থনীতির সংকট দেখা দিয়েছে।
সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামীলীগ ৫০ আসনও পাবে না বলে মন্তব্য করেন কর্নেল অলি আহমদ।
নাগরিক ঐক্য পরিষদের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, জনগণের মৌলিক সমস্যারও সমাধান দিতে পারছে না বর্তমান সরকার।
বর্তমান সরকারের বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।